Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২৫

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী

তারুণ্যের উৎসব ২০২৫

জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের ত্যাগ, সাহস, সাফল্য, বীরত্ব, মাহাত্ম্য স্মরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাসমূহের উদ্যোগে আলোকচিত্র ও ড্রোন ভিডিও প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় ‘জুলাই অভ্যুত্থানের সময়ের আলোকচিত্র (পেশাদার ও অপেশাদার) এবং ড্রোন ভিডিও’। প্রতিযোগিতায় বাংলাদেশী নাগরিকদের অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ:

২৮ জানুয়ারি, ২০২৫

 

শ্রেণীবিভাগ:

নিম্নোক্ত বিভাগসমূহে আলোকচিত্রীরা তাদের তোলা একক ছবি জমা দিতে পারবে:

  • ১। পেশাদার (ছবির মাপ: ৩৬০০ x ২৪০০ pixel; dpi 300; সর্বোচ্চ ৩-৫ মেগাবাইট)
  • ২। অপেশাদার (ছবির মাপ: ১৯২০ x ১০৮০ pixel; dpi 300; সর্বোচ্চ ১-২ মেগাবাইট)

উল্লেখ্য, দু’টি ক্যাটাগরিতে একজন প্রতিযোগী সর্বোচ্চ ০৫(পাঁচ)টি ছবি জমা দিতে পারবে।

 

আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:

১। আলোকচিত্রীকে অবশ্যই তার নামে জমাকৃত ছবির স্রষ্টা হতে হবে।

২। একটি ছবি কেবল একবারই জমা দেয়া যাবে। একাধিকবার জমা দেয়া ছবি প্রতিযোগিতা হতে বাতিল হয়ে যাবে।

৩। প্রকাশিত কিংবা অপ্রকাশিত উভয় ধরনের ছবি জমা দেয়া যাবে।

৪। ছবির আসল পিক্সেল আকৃতি বজায় রেখে আপলোড করতে হবে (যদি ক্রপ করা না হয়ে থাকে)। মাপ (স্কেল) এবং রেজ্যুলুশন পরিবর্তন করা যাবে না।

৫। ছবিগুলোর গায়ে আলোকচিত্রী, এজেন্সি কিংবা প্রকাশনীর নাম অথবা অন্য কোনো তথ্য থাকতে পারবে না (এই বিবরণগুলো ছবির মেটাডেটাতে উল্লেখ থাকতে পারে কিন্তু কোনোভাবেই ছবির গায়ে দৃশ্যমান থাকতে পারবে না)।

 

নিম্নোক্ত ধরনের ছবি গ্রহণযোগ্য হবে না:

  • একাধিক এক্সপোজার সম্বলিত কিংবা একাধিক প্যানেল/অংশযুক্ত।
  • ক্যামেরায় কিংবা ইমেজ সম্পাদনের সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত করে প্রস্তুতকৃত প্যানোরামা।

 

৬। যুক্ত করে, পুনর্বিন্যাস করে, উল্টেপাল্টে, বিকৃত করে অথবা ছবিতে মানুষ কিংবা অন্য কোনও বস্তু বাদ দিয়ে/জুড়ে দিয়ে কোনো ছবির বিষয়বস্তু পরিবর্তন করা যাবে না। ব্যতিক্রম:

  • অতিরিক্ত অংশ বাদ দেয়ার স্বার্থে ক্রপ করা যাবে।
  • ছবির মূল বিষয়বস্তু ঝাপসা হলে তা বাতিল বলে গণ্য হবে।

৭। রঙের পরিবর্তন কিংবা সাদাকালোতে রুপান্তর গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত তা ছবির বিষয়বস্তুর পরিবর্তন না ঘটায়। ব্যতিক্রম:

  • রঙের পরিবর্তন রঞ্জকের উল্লেখযোগ্য এমন কোনো পরিবর্তন ঘটাতে পারবে না যার ফলে প্রক্রিয়াজাত রঙ আসল রঙকে ছাপিয়ে যায়।
  • গাঢ়ত্ব, আলোর অনৈক্য, রঙ, সম্পৃক্তির মাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলে উল্লেখযোগ্যভাবে ছবির বিষয়বস্তু ঝাপসা হয়ে গেলে কিংবা মুছে গেলে তা গ্রহণযোগ্য হবে না।

৮। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ অংশগ্রহণকারীদের সকল ছবির জন্য অবশ্যই ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্রের কাঁচা (র) ফাইলটি জমা দিতে হবে। এই ফাইলগুলো বিচারক্রিয়া চলাকালীন সময়ে চাওয়া হবে এবং গোপনীয়তা রক্ষাপূর্বক যাচাই-বাছাই করা হবে। ফাইল চাওয়ার সময় উপস্থাপন করতে ব্যর্থ হলে প্রতিযোগিতা থেকে আলোকচিত্রটি বাতিল হয়ে যাবে।

৯। প্রতিযোগিতার জন্য নির্ধারিত ই-মেইলেই কেবল আলোকচিত্র জমা দেয়া যাবে। অন্য কোনো মাধ্যমে জমাদানকৃত ছবি গৃহীত হবে না।

১০। স্বত্বাধিকারীগণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আর্কাইভে গবেষণা ও শিক্ষামূলক কাজে আলোকচিত্রগুলো বিনা পারিশ্রমিকে ব্যবহার ও প্রদর্শনীর জন্য অস্বতন্ত্র অধিকার প্রদান করছে।

 

ক্যাপশন:

জমাকৃত সকল ছবির সাথে মেটাডাটা হিসেবে শুধুমাত্র বাংলা ভাষায় লিখিত সঠিক ক্যাপশন দিতে হবে। ক্যাপশন সংক্রান্ত নির্দেশনায় উল্লেখিত নীতিমালার সকল তথ্য লিখিত ক্যাপশনে থাকতে হবে।

ক্যাপশনের প্রথমভাগে অবশ্যই:

  • আলোকচিত্রে কে আছেন এবং ছবিতে কী ঘটছে তার বর্ণনা থাকতে হবে।
  • আলোকচিত্র তোলার স্থান, শহর, অঞ্চল ও জেলার নাম উল্লেখ করতে হবে।
  • ছবি তোলার তারিখ থাকতে হবে।
  • প্রাসঙ্গিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে (যেমন: পুলিশের ভাষ্যমতে, দশ জনেরও বেশি মানুষ নিহত হবার দুর্ঘটনাস্থল)।

ক্যাপশনের দ্বিতীয় অংশ ঘটনার প্রেক্ষিত অথবা কেনো ছবিটি গুরুত্বপূর্ণ সেটি বোঝানোর জন্য ব্যবহার করতে হবে। অন্তর্ভুক্ত যে কোনো তথ্যের উৎস উল্লেখ করতে হবে।

 

সর্বশেষ অংশে কোন পরিস্থিতিতে আলোকচিত্রটি ধারণ করা হয়েছে তার ব্যাখ্যা অবশ্যই উল্লেখ থাকতে হবে। যদি আলোকচিত্রী দৃশ্যকে কোনোভাবে প্রভাবিত করেন কিংবা নির্দেশনা প্রদান করেন অথবা কোনো ব্যক্তিকে মুখচ্ছবি তোলার জন্য বিশেষ অঙ্গভঙ্গি করতে বলেন, তা অবশ্যই প্রকাশ/উল্লেখ করতে হবে।

 

নৈতিক নিয়মাবলী:

আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অবশ্যই এটি নিশ্চিত করতে হবে যে তাদের তোলা ছবিগুলো তাদের দেখা বাস্তবতাকে সঠিক ও যথাযথভাবে উপস্থাপন করে যাতে দর্শক ভ্রান্তির শিকার না হন। তার অর্থ হচ্ছে-

০১। আলোকচিত্রীকে তার উপস্থিতি ছবির দৃশ্যের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে এবং মঞ্চায়িত ছবি তোলার সুযোগের দ্বারা প্রলুব্ধ হওয়াকে প্রতিহত করতে হবে।

০২। ছবির বিষয় হিসেবে নির্বাচিত ব্যক্তিকে কোনো প্রকার অর্থ কিংবা দ্রব্যের বিনিময়ে ছবি তোলানো যাবে না।

        ০৩। ক্যাপশনের সঠিকতা নিশ্চিত করতে হবে।

 

ড্রোন ভিডিও প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:

১। ড্রোন ভিডিও ধারণকারীকে অবশ্যই তার নামে জমাকৃত ভিডিওর স্রষ্টা হতে হবে।

২। প্রতিযোগিতার জন্য নির্ধারিত ই-মেইলেই ড্রোন ভিডিও জমা দেয়া যাবে।

৩। একজন প্রতিযোগী সর্বোচ্চ ১টি ভিডিও জমা দিতে পারবেন।

৪। ভিডিওগুলো অবশ্যই 4k রেজ্যুলুশনের হতে হবে।

৫। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য ৩-৫ মিনিটের হতে হবে ।

৬। প্রতিটি ভিডিওতে বাংলাভাষায় লিখিত সঠিক ক্যাপশন দিতে হবে। কোন পরিস্থিতিতে ড্রোন ভিডিওটি ধারণ করা হয়েছে অথবা কেনো ভিডিওটি গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা অবশ্যই ক্যাপশনে উল্লেখ থাকতে হবে।

৭। ড্রোন ভিডিও তোলার তারিখ, স্থান, শহর, অঞ্চল ও জেলার নাম উল্লেখ করতে হবে।

৮। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ অংশগ্রহণকারীদের সকল ড্রোন ভিডিওর জন্য অবশ্যই ক্যামেরায় ধারণকৃত ভিডিওর কাঁচা (র) ফাইলটি জমা দিতে হবে। এই ফাইলগুলো বিচারক্রিয়া চলাকালীন সময়ে চাওয়া হবে এবং গোপনীয়তা রক্ষাপূর্বক যাচাই-বাছাই করা হবে। ফাইল চাওয়ার সময় উপস্থাপন করতে ব্যর্থ হলে প্রতিযোগিতা থেকে ড্রোন ভিডিওটি বাতিল হয়ে যাবে।

 

প্রতিযোগিতায় অংশ নিতে এখানে ক্লিক করুন। (https://forms.gle/3ETua3rHcbXyqU48A)।

 

পুরস্কার:

আলোকচিত্র প্রতিযোগিতায় (পেশাদার ও অপেশাদার) ও ড্রোন ভিডিও ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৯ জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হবে। 

অংশগ্রহণকারীদের মদ্যে দু’টি ক্যাটাগরিতে ২০ জন করে মোট ৪০ জনকে সনদপত্র প্রদান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।