Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ডিসেম্বর ২০২৩

স্থাপনা ভাড়া

  • পিআইবিতে বর্তমানে নিম্নোক্ত স্থাপনা আছে:

ক.  ১নং ভবনে ২৩৮ আসনবিশিষ্ট একটি অডিটোরিয়াম রয়েছে;

খ.  ১নং ভবনে ৬০ আসনবিশিষ্ট একটি সেমিনারকক্ষ রয়েছে;

গ.  ২নং ভবনে ৬০ আসনবিশিষ্ট একটি সেমিনারকক্ষ রয়েছে;

ঘ. ২নং ভবনে ৩০ আসন বিশিষ্ট ২টি শ্রেণী কক্ষ;

ঙ.  এছাড়া ২নং ভবনে ৩০ শয্যার একটি ডরমিটরি রয়েছে- 

     ১. ২টি ভিভিআইপি কক্ষ

     ২. ২টি ভিআইপি কক্ষ

     ৩. ২৬টি সাধারণ কক্ষ

চ.  ২নং ভবনের ২য় তলায় ৬৪ আসনবিশিষ্ট একটি আধুনিক ক্যাফেটারিয়া রয়েছে।

 

পিআইবি’র আবাসিক প্রশিক্ষণ কোর্স ও অন্যান্য কাজে এই স্থাপনাগুলি ব্যবহৃত হয়। প্রশিক্ষণের বিরতিতে এ সমস্ত স্থাপনা বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যক্তি/প্রতিষ্ঠানের নির্ধারিত ভাড়ায় সীমিত পরিসরে বরাদ্দ দেওয়া হয়ে থাকে।

প্রশাসন বিভাগ স্থাপনাগুলি রক্ষণাবেক্ষণ করে এবং ভাড়া প্রদানের ব্যবস্থা করে।

 

  • স্থাপনাসমূহের ছবি

    স্থাপনাসমূহের ভাড়ার হার (ভ্যাট ও কর ব্যতীত)

    ক্র. নং

    স্থাপনা

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীনস্থ সংস্থা/গণমাধ্যম

    অন্যান্য প্রতিষ্ঠান

    জামানত

    ক.

    অডিটোরিয়াম (২৩৮ আসন)

    ১নং ভবনে

    ২০,০০০/=

    ২৫,০০০/=

    ১০,০০০/= (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীনস্থ সংস্থা/গণমাধ্যম)

    ১৫,০০০/= (অন্যান্য প্রতিষ্ঠান)

    খ.

    ১নং ভবনের সেমিনার কক্ষ

    (৬০ আসন) 

    ৮,০০০/=

    ১০,০০০=

    ৪,০০০/= (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীনস্থ সংস্থা/গণমাধ্যম)

    ৫,০০০/= (অন্যান্য প্রতিষ্ঠান)

    গ.

    ২নং ভবনের সেমিনার কক্ষ

    (৬০ আসন)

    ৮,০০০/=

    ১০,০০০=

    ৪,০০০/= (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীনস্থ সংস্থা/গণমাধ্যম)

    ৫,০০০/= (অন্যান্য প্রতিষ্ঠান)

    ঘ.

    ২নং ভবনের শ্রেণী কক্ষ

    (৩০ আসন)

    ৫,০০০/= (প্রতি কক্ষ)

    ৭,০০০/= (প্রতি কক্ষ)

    ৩,০০০/= (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীনস্থ সংস্থা/গণমাধ্যম)

    ৪,০০০/= (অন্যান্য প্রতিষ্ঠান)

    ঙ.

    ২নং ভবনের ৭ ও ৮ তলায় ৩০ শয্যার ডরমিটরি (প্যাকেজ)

    ১৪,০০০/=

    ১৮,০০০/=

    চ.

    ২নং ভবনের ৮ তলায় ভিভিআইপি কক্ষ (শুধু সাংবাদিকদের জন্য)

    ১,০০০/=

    -----

    ছ.

    ২নং ভবনে ভিআইপি কক্ষ

    (শুধু সাংবাদিকদের জন্য)

    ৭০০/=

    -----

    জ.

    সাধারণ কক্ষ (২নং ভবনের ৭ ও ৮ তলায়) (শুধু সাংবাদিকদের জন্য) 

    ২০০/৩০০/৪০০/=

    (সাধারণ কক্ষ ভেদে প্রতি সিট)

    ----

     

  • পিআইবি'র অডিটোরিয়াম/সেমিনার/শ্রেনিকক্ষ/ডরমিটরির প্যাকেজ বরাদ্দের আবেদন ফরম
  • পিআইবি'র ডরমিটরি বরাদ্দের আবেদন ফরম