Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২৫

ফারুক ওয়াসিফ

ফারুক ওয়াসিফ

মহাপরিচালক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ি ১৯ সেটেম্বর ২০২৪ তারিখে বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলাম লেখক জনাব ফারুক ওয়াসিফ পিআইবি মহাপরিচালক হিসেবে যোগদান করেন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কলাম লেখক ফারুক ওয়াসিফের জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৭৫ সালে, বগুড়ায়। প্রথম পাঠ বগুড়া মিশন স্কুলে, স্নাতক ও স্নাতকোত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পেশায় সাংবাদিক। বুদ্ধিবৃত্তিক নানা তৎপরতার সাথে যুক্ত। দেশীয় পর্যায়ে সাড়া জাগানো অনেকগুলি আন্দোলনে পালন করেন সংগঠকের ভূমিকা। সম্পাদনা করেছেন সাহিত্য পত্রিকা ‘তৃণমূল’। আগ্রহের বিষয় সাহিত্য, ইতিহাস, জাতীয়তাবাদ ও সমকালীন জীবনধারা।

 

পেশাগত জীবন: সহকারী সম্পাদক, প্রথম আলো [২০০৮-২০২১]; নির্বাহী সম্পাদক: ‘প্রতিচিন্তা’ জার্নাল [২০২২-২০২৩]; পরিকল্পনা সম্পাদক: সমকাল [২০২৩-২০২৪ সেপ্টেম্বর]; মহাপরিচালক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) [সেপ্টেম্বর ২০২৪ থেকে চলমান]; সম্পাদক: নিরীক্ষা।

 

প্রকাশিত বই: কবিতা- জল জবা জয়তুন [আগামী প্রকাশন, ২০১৫]; বিস্মরণের চাবুক [আগামী প্রকাশন, ২০১৮]; তমোহা পাথর [প্রথমা, ২০১৯]; প্রবন্ধ- [শুদ্ধস্বর, ২০১১]; বাসনার রাজনীতি, কল্পনার সীমা [আগামী প্রকাশনী, ২০১৬]; জীবনানন্দের মায়াবাস্তব [আগামী প্রকাশনী, ২০১৮]; জরুরি অবস্থার আমলনামা [শুদ্ধস্বর, ২০০৯]; ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে [শুদ্ধস্বর, ২০১১], অনুবাদ- সাদ্দামের শেষ জবানবন্দি [প্রথমা প্রকাশনী, ২০১৩]।

 

প্রকাশিতব্য বই: সাহিত্যের সিন্দুক [২০২৫]; দেশভাগের কথকতা: ইতিহাসের বিপরীতে স্মৃতির রাজনীতি [২০২৫]; কবিতা: ক্ষতের দোয়াত [২০২৫]।