১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে গণমাধ্যম সাময়িকী নিরীক্ষা প্রকাশের মধ্য দিয়ে প্রকাশনা বিভাগ তার কাজ শুরু করে। নিরীক্ষা মূলত বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমসমূহের মানোন্নয়নে গবেষণাধর্মী গণমাধ্যম সাময়িকী। নবীন সাংবাদিকদের প্রয়োজন রয়েছে- এমন সব বিষয়কেই নিরীক্ষা গুরুত্ব দিয়ে থাকে। এ পর্যন্ত নিরীক্ষার ২৫০তম সংখ্যা প্রকাশিত হয়েছে। নিরীক্ষা’র ডিক্লারেশন মাসিক হিসেবে হলেও পত্রিকার মানোন্নয়নের লক্ষ্যে এখন প্রতি তিন মাস অন্তর প্রকাশিত হচ্ছে। এছাড়াও এই বিভাগ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য গ্রন্থ, ফিচার সংকলন ও ম্যানুয়াল প্রকাশ করে থাকে। এ পর্যন্ত প্রকাশিত ও পুনর্মুদ্রিত গ্রন্থের সংখ্যা ২৪১টি। এর মধ্যে মৌলিক বইয়ের সংখ্যা ১৩৬টি।
পাঠকের কাছে বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ফিচার কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে উন্নয়নমূলক যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন তথ্য পাঠকের কাছে হৃদয়গ্রাহী করে উপস্থাপনের ক্ষেত্রে ফিচারের জুড়ি মেলা ভার। ফিচারের এ গুরুত্বকে উপলব্ধি করেই পিআইবি এ যাবৎ কয়েকটি সংস্থার সহায়তায় ফিচার কার্যক্রম পরিচালনা করেছে। ইউনিসেফের সহায়তায় পিআইবি-ইউনিসেফ ফিচার কার্যক্রম একসময় চালু ছিল। বর্তমানে পিআইবির নিজস্ব অর্থে এসডিজি ও উন্নয়ন ফিচারের কাজ অব্যাহত রয়েছে।
শিশু ও নারী বিষয়ক ফিচার
ইউনিসেফের আর্থিক সহায়তায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (Advocacy and Communication for Children and Women Project)
প্রকল্পের আওতায় পিআইবি ১৯৯৬ সাল থেকে পিআইবি-ইউনিসেফ ফিচার কার্যক্রম করে। পরবর্তীতে প্রকল্পের নাম হয় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম।
দেশের বিদ্যমান গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহের সমন্বিত কর্মপ্রয়াসে দারিদ্র্য, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নারীর বিরুদ্ধে সহিংসতা, কর্মসংস্থান, সশস্ত্র সংঘাত, মানবাধিকার, পরিবেশ, তথ্য ও প্রচারমাধ্যম, মেয়েশিশু ও প্রাতিষ্ঠানিক কার্যপদ্ধতি, ফিচারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, শিশুর প্রারম্ভিক বিকাশ, এইচআইভি/এইড্স, আর্সেনিক সমস্যা, শিশুদের জন্য হ্যাঁ বলুন, কর্পোরাল পানিশম্যান্ট, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এ বিষয়গুলোকে বিবেচনায় রেখে এ ধরনের ফিচার রচনা করা হয়। পিআইবির প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকসহ দেশের পত্রপত্রিকায় কর্মরত ও ফ্রিল্যান্স সাংবাদিকদের মাধ্যমে এসব ফিচার রচনা করা হয়ে থাকে। সিনিয়র সাংবাদিক ও বিশেষজ্ঞদের সম্পাদনার পর দেশের শতাধিক পত্রপত্রিকায় বিনামূল্যে ফিচার সরবরাহ করা হয়। আঞ্চলিক পত্রিকা ফিচারগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশ করে।
এ পর্যন্ত পাঁচ শতাধিক মৌলিক ফিচার রচনা ও বিতরণ করা হয়েছে। এসকল ফিচার নিয়ে বিভিন্ন সময়ে সংকলন প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত শিশু ও নারীবিষয়ক ফিচার নিয়ে মোট ১০টি সংকলন প্রকাশিত হয়েছে।
পিআইবি ফিচার
পিআইবি তার নিজস্ব অর্থে উন্নয়ন ফিচার কার্যক্রম চালু রেখেছে। এ ফিচারের বিষয় বস্তুর মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ব্র্যান্ডিং ও নানান উন্নয়ন কর্মকাণ্ড। এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে একটি ফিচার সংকলন এবং এসডিজি ও উন্নয়নমূলক ২টি ফিচার সংকলন প্রকাশিত হয়েছে।
২০২৩-২০২৪ অর্থবছরে পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের কাজের বিবরণ:
১. এসডিজি ও উন্নয়নমূলক ফিচার প্রকাশ ৬০টি
২. নিরীক্ষার প্রকাশিত সংখ্যা ৫টি
৩. গ্রন্থ মুদ্রণ ৭টি
৪. বুকলেট ১টি
৫. বার্ষিক প্রতিবেদন (২০২২-২০২৩)
৬. অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ অংশগ্রহণ
৭. কপিরাইটের জন্য আবেদন ৪১টি গ্রন্থ
৮. প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন ০২টি