Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২৫

তারুণ্যের উৎসব ২০২৫

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই

 

আলোকচিত্র ও ড্রোন ভিডিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান সময়ে দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। উৎসবের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্য উদযাপন করা। এ উৎসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর উদ্যোগে ‘চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান’ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ নাগরিকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

 

বিষয়: জুলাই অভ্যুত্থানের সময়ের আলোকচিত্র (পেশাদার ও অপেশাদার) এবং ড্রোন ভিডিও।

 

প্রদর্শনী ও প্রতিযোগিতা:

  • জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র
  • প্রতিযোগিতা থেকে বাছাই করা আলোকচিত্র
  • প্রকাশনা
  • বিশেষ পোস্টার
  • ফটো অ্যালবাম
  • রচনা সংকলন

স্থান: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), ৩ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০

তারিখ: ০৫ ফেব্রুয়ারি-০৭ ফেব্রুয়ারি ২০২৫

 

 

পুরস্কার

আলোকচিত্র প্রতিযোগিতায় (পেশাদার ও অপেশাদার) ও ড্রোন ভিডিও ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৯ জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হবে।

 

পুরস্কার ক্রম

১ম পুরস্কার: ১ লাখ টাকা, ২য় পুরস্কার: ৭৫ হাজার টাকা এবং ৩য় পুরস্কার: ৫০ হাজার টাকা।

পুরস্কৃতরাসহ প্রতিযোগিতার তিনটি ক্ষেত্র থেকে ১০ জন করে ৩০ জনকে সনদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ, শিক্ষানবিশি, ডিপ্লোমা কোর্সে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে।

এছাড়া বিটিভি, বাংলাদেশ বেতার, বাসস, পিআইবি, এনআইএমসি, পিআইডি, বিসিটিআই, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বিএফডিসিসহ সকল সংস্থা নিজস্ব কর্মসূচি পালন করবে।

 

বিস্তারিত:

তারুণ্যের উৎসব ২০২৫; পিআইবি

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার