শিশু নারী যোগাযোগ কার্যক্রমের প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে নারী ও শিশু বিষয়ক সংলাপ আজ ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের 35 জন সম্পাদক অংশ নিচ্ছেন। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ স্যার সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও নারী উন্নয়নে কার্যক্রমের প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ নুরুল করিম স্যার।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সাহেব।