পিআইবিতে নাটোরের বড়াইগ্রামসহ পার্শ্ববর্তী উপজেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় তিন দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ (আবাসিক) সমাপ্ত
প্রকাশন তারিখ
: 2017-03-30
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত নাটোর জেলার বড়াইগ্রামসহ পার্শ্ববর্তী উপজেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় তিনদিনব্যাপি (২৮-৩০শে মার্চ ২০১৭) বুনিয়াদি প্রশিক্ষণ(আবাসিক)আজ শেষ হয়েছে। পিআইবি’র সেমিনার কক্ষে আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধাণ সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ। পিআইবি’র মহাপরিচালক জনাব মো শাহ আলমগীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভি’র প্রধান সম্পাদক জনাব সুকান্ত গুপ্ত অলক।এ প্রশিক্ষনে প্রিন্ট মিডিয়ার মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।প্রশিক্ষনটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।