ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাংবাদিকদের জন্য সিআরসি, সিডও ও মিনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। পিআইবি মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ -এর সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার মোট ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালাটি সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।