নেত্রকোণা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সাংবাদিকদের জন্য তিনদিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ (আবাসিক) আজ (১২.০২.২০১৯) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে শুরু হয়েছে। পিআিইবি পরিচালক (প্রশাসন এবং অধ্যয়ন ও প্রশিক্ষণ) জনাব মো. ইলিয়াস ভূইয়া অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণের প্রথমদিনের অধিবেশন পরিচালনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। তিনদিনের এই প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রশিক্ষণে দুইটি উপজেলা থেকে মোট ২৮ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।