ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সংবাদপত্রের প্রধান হচ্ছে সম্পাদক। তিনি হবেন সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তি। সত্য প্রকাশের জন্য যত ধরনের বাধা-বিপত্তি আসুক না কেন তিনি তা প্রকাশ করবেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত “সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের জন্য প্রশিক্ষণ”-এ সম্পাদকের কাজ, দায়িত্ব ও সম্পাদকের গুণাবলী শীর্ষক একটি সেশন পরিচালনায় একথা বলেন।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীর। এ সময় পিআইবি’র পরিচালক অধ্যয়ন ও প্রশিক্ষণ ও প্রশাসন আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রশিক্ষণটি আগামী ৩০শে নভেম্বর ২০১৭ পর্যন্ত চলবে।