এটুআই এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র যৌথ উদ্যোগে আজ ২২ জুলাই ২০১৯ রংপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে রংপুর বিভাগের নারী সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম এবং সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি’র মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ।
সমাপনীতে অতিথিগণ কর্মশালায় অংশগ্রহণকারী রংপুর বিভাগের ৮টি জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন নারী সংবাদকর্মীর হাতে সার্টিফিকেট তুলে দেন। দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকতায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার, ডিজিটাল বাংলাদেশ এবং এটুআই উদ্যোগ, তথ্য অধিকার আইন ও সাংবাদিকতার নীতিমালা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং এ করণীয় ও বর্জনীয় শীর্ষক বিভিন্ন অধিবেশন পরিচালনা করা হয়।