বান্দরবান জেলার আলীকদম ও লামা উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী (৯-১১ অক্টোবর ২২)সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। লামা পৌরসভা মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম। প্রশিক্ষণে দুই উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।