Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২৩

সাংবাদিকদের জন্য নিরাপদ স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-12-24

দেশে নিরাপদ স্যানিটেশন অথ্যাৎ মানব বর্জ্য ব্যবস্থাপনা ৩৯ শতাংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পৌছতে হলে শতভাগ স্যানিটেশন প্রয়োজন। নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা বাড়াতে হলে জনসচেতনতা বৃদ্ধি ও উন্নত প্রযুক্তি প্রয়োগের পাশাপাশি নিতে হবে সমন্বিত উদ্যোগ। স্যানিটেশনের ক্ষেত্রে শহর ও গ্রামের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সমস্যার সমাধানও করতে হবে ভিন্নভাবে। মানুষ টয়লেটের বাইরের অংশ নিয়ে যতটা ভাবে, টয়লেটের বর্জ্য নিয়ে তত ভাবে না। এ ব্যাপারে মানুষের সচেতনতা বাড়াতে হবে। বাংলাদেশকে নির্দিষ্ট সময়ে লক্ষ্য অর্জন করতে হলে কাজের গতি বা উদ্যোগ পাঁচগুণ বাড়াতে হবে।  প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) ও মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের জন্য নিরাপদ স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।  পিআইবির মহাপরিচলাক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য দেন ম্যাবের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন আইটিএন-বুয়েটের প্রজেক্ট ম্যানেজার আলাউদ্দিন আহমেদ, জিডব্লিউএসসি এর রেসিডেন্সিয়াল ম্যানেজার মাকফি ফারাহ এবং ভার্চুয়ালি বক্তব্য দেন ড. ব্রেন্ডিয়া ইরাওয়তি জান্দাডিও।