প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী (১০-১২ সেপ্টেম্বর ২০১৯) পাবনা জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সমাপ্ত হয়েছে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মো. আনোয়ারুল ইসলাম,উপ-উপাচার্য,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি। সভাপ্রধান হিসেবে ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব রুমী খোন্দকার। প্রশিক্ষণটিতে পাবনা জেলার আটঘরিয়া চাটমোহর সাঁথিয়া ফরিদপুর ও সদর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।