Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-08-17


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৭ আগস্ট সোমবার বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে। দোয়া মাহফিলে পিআইবি’র মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধূকে তুলে ধরতে হবে। পিআইবি বঙ্গবন্ধুকে নিয়ে নিয়মিত প্রকাশনার মাধ্যমে সেই কাজটি করে যাচ্ছে। তিনি বলেন, পিআইবি প্রতিষ্ঠার পেছনে বঙ্গবন্ধূর অনেক অবদান রয়েছে। সাংবাদিকদের প্রশিক্ষনের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা বঙ্গবন্ধুই প্রথম করেছিলেন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, পিআইবি’র পরিচালক(প্রশাসন) জনাব মো. ইলিয়াস ভূ্ইয়া, পরিচালক( প্রকাশনা ও গবেষণা) জনাব ফায়জুল হক, উপ-পরিচালক(প্রশাসন) জনাব জাকির হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, সার্কিট হাউস জামে মসজিদের পেশ ইমাম জনাব মোহাম্মদ কামরুজ্জামান। দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধূর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পিআইবি প্রাঙ্গনে দুটি বৃক্ষ রোপন করা হয়।