হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। তাঁর ঘটনাবহুল রাজনৈতিক জীবনের অনেক কিছুই এখনও অজানা। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা ঘটনার তথ্য সংবাদপত্র থেকে তুলে এনে তা সংরক্ষনের উদ্যোগ নিয়েছে পিআইবি। ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শিরোনামে গ্রন্থাকারে এই তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে। ধারাবাহিকভাবে তথ্য সংরক্ষনের জন্য গ্রন্থটি কয়েকটি খন্ডে সাল অনুযায়ি প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রকাশিত হলো তৃতীয় খন্ড। এই খন্ডে ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সময়ের তথ্য প্রকাশ করা হয়েছে।
বইটি সংগ্রহ করতে পারবেন বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গনের পিআইবি’র স্টল থেকে। স্টল নাম্বার : ১৩-১৪ ।