প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ডেটা সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপি (২০-২২ অক্টোবর ২০১৯) প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। ঢাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ বিষয়ে প্রতিষ্ঠানটির তৃতীয় কর্মশালা এটি।
মঙ্গলবার পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে মুহম্মদ শফিকুর রহমান বলেন, প্রশিক্ষণ সাংবাদিকদের সমৃদ্ধ করে। ডেটা ভিত্তিক সাংবাদিকতার এই প্রশিক্ষণ আমাদের গণমাধ্যমকর্মীদের দক্ষতাকে আরও শানিত করবে বলে আমার বিশ্বাস। এছাড়া এটি বাংলাদেশে ডেটা সাংবাদিকতার চর্চাকেও তরান্বিত করবে।
সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, বাংলাদেশের সাংবাদিকরা যাতে সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারেন, তাই ডেটা সাংবাদিকতার এ প্রশিক্ষণের আয়োজন। এ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সংবাদকর্মীরা ডেটাভিত্তিক সাংবাদিকতার চর্চায় উৎসাহিত হবে বলে আমরা মনে করি। সরকারি অর্থায়নে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের মান উন্নয়নে পিআইবি যে প্রশিক্ষণ সেবা সরবরাহ করছে, তা অতুলনীয়। আমরা সমৃদ্ধ ও দক্ষ গণমাধ্যমকর্মী তৈরি করতে চাই, যারা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। প্রশিক্ষণে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডেটাফুল প্রকল্পের প্রজেক্ট লিড পলাশ দত্ত। কর্মশালাটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।