Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ এপ্রিল ২০১৭

প্রবীণবান্ধব বাংলাদেশ গড়তে হবে : তথ্য উপদেষ্টা


প্রকাশন তারিখ : 2017-04-23

রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে প্রবীণ কল্যানে কর্মসূচী অন্তভ‚র্ক্ত করার আহবান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, প্রবীণদের কল্যানে দেশব্যাপি কাজ করতে হবে। এ কাজে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে। এজন্য রাজনীতিবিদগন আগামী নির্বাচনী ইশতেহারে প্রবীণ কল্যানে কর্মসূচীও দিতে পারেন। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রার যে কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশজুড়ে, সেখানে প্রবীনদের অধিকার, স্বাস্থ্যসেবা প্রাপ্তির নিশ্চয়তাসহ অন্যন্য বিষয়ের প্রতি সুনজর দিতে হবে। প্রবীণদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভ‚মিকার প্রতি জোরারোপ করে তথ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বর্তমানে প্রায় দেড় কোটি প্রবীণের দেশ। তাই প্রবীণের বিভিন্ন ইস্যুকে ইতিবাচক ভাবে গণমাধ্যমে তুলে ধরতে হবে। প্রবীণদের সমস্যা, সুবিধা যত বেশি সংবাদপত্রে আসবে, রাষ্ট্র ও সমাজ তত বেশি প্রবীণবান্ধব হয়ে উঠবে।
আজ বুধবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও প্রবীণ বন্ধু আয়োজিত ‘প্রবীণ অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক একটি সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, বার্ধক্যজনিত সমস্যা ক্রমশই বাড়ছে। প্রবীণদের ও অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় আমাদেরকে এখন থেকেই কাজ করতে হবে। পিকেএসএফ প্রবীণদের কল্যানে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানামুখি কাজ শুরু করেছে। এক্ষেত্রে গণমাধ্যমকেও কার্যকরী ভ‚মিকা পালন করতে হবে। সভাপ্রধানের বক্তব্যে পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়ছে। ২০৫০ সালে প্রতি চারজনে একজন্য প্রবীণ থাকবেন। প্রবীণদের অধিকার সুরক্ষায় আমাদেরকে যার যার জায়গা থেকে এখনই কাজ শুরু করতে হবে। জনসচেতনতা তৈরি ও একটি মানবিক সমাজ বিনির্মানে গণমাধ্যমকে প্রবীণ ইস্যুতে বেশি বেশি অনুষ্ঠান প্রচার করতে হবে। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ বন্ধু’র নির্বাহী পরিচালক মহসীন কবির লিমন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জরাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান, স্যার উইলিয়াম বেভরিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল জীবন কানাই দাস, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র নির্বাহী পরিচালক জনাব আবুল হাসিব খান, হেলপ্ এইজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা, সাবেক রাষ্ট্রদূত ওহিদুর রহমান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের (বাইগাম) সভাপতি ক্যাপ্টেন সামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভ‚ঞা ও ড. মো. রবিউল ইসলাম ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১২০ জন প্রতিনিধি। অনুষ্ঠানে প্রবীণ বন্ধু প্রকাশিত ‘প্রবীণ কথা’ নামের প্রবীণ বিষয়ক পত্রিকার মোড়ক উন্মোচন করেন আগত অতিথিরা।