Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে টেলিভিশন সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপ্তি


প্রকাশন তারিখ : 2017-04-06

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত চট্টগ্রাম জেলার টেলিভিশন সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপি (৪-৬ই এপ্রিল ২০১৭) বুনিয়াদি প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় আ জ ম নাছির উদ্দীন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীর সামপন অনুষ্ঠানের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন। সমাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিভি জার্নালিস্টস এসোসিয়েশন, চিটাগং-এর সভাপতি জনাব আলহাজ্ব আলী আব্বাস, টিভি জার্নালিস্টস এসোসিয়েশন, চিটাগং-এর সাধারন সম্পাদক জনাব শাহনেওয়াজ রিটন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী। প্রশিক্ষণে টিভি জার্নালিস্টস এসোসিয়েশন, চিটাগং -এর মোট মোট ৪০ জন সদস্য সংবাদকর্মী অংশগ্রহণ করছেন। কর্মশালাটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।