দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য উদঘাটনে গণমাধ্যমের ভূমিকাকে আরো জোরদার ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ উদ্যোগে আজ ৮ মে ২০১৭ (সোমবার) ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ। পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং সমকাল সম্পাদক জনাব গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের কমিশনার জনাব নেপাল চন্দ্র সরকার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন ও পিআইবি মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীর।
মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।