জাতিসংঘের ফুড এ্যান্ড এগ্রিকালচার ওর্গানাইজেশন এবং সেভ দ্যা চ্রিলড্রেন-এর সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক কর্মশালা আজ পিআইবি’র সেমিনার কক্ষে শেষ হয়েছে।
কর্মশালায় সমাপন বক্তব্য দেন পিআইবি মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ।সকালে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও কৃষি পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ বদরুল আরেফিন।বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়েনের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক প্রোগ্রামের ম্যানেজার আশুন্তা টেসতা, ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা ও কৃষি নীতি বিষয়ক জেষ্ঠ্য উপদেষ্টা মোহাম্মদ শাহিদুর রহমান, ইউএসআইডি’র ইকোনমিক গ্রোথ কমিউনিকেশন এডভাইজর আইরিশ ক্রজ, ইউএসআইডি’র ইকোনমিক গ্রোথ অফিসের প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মেহেদি হাসান, সেভ দ্যা চিলড্রেন এর পরিচালক (চাইল্ড পোভার্টি) ফ্রেডরিক ক্রিস্টোফার, মিটিং দ্যা আন্ডার নিউট্রেশান চ্যালেঞ্জ প্রকল্পের চীফ ট্যাকনিক্যাল এডভাইজর নাউকি মিনমিগোসি, ডিএফআইডি’র প্রোগ্রাম ম্যানেজার তাসনিম সিদ্দিক এবং সূচনা প্রকল্পের চীফ অব পার্টি শেখ শাহেদ রহমান কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি ও জেন্ডার বিষয়ক রিপোটিং এর সাথে সংশ্লিষ্ট ৩৩ জন সংবাদকর্মী অংশ নেন।