প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)আয়োজিত তিন দিনব্যাপী (০৭-০৯ সেপ্টেম্বর ২০১৯) পাবনা জেলার ৪টি উপজেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ পাবনা প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) , গৌতম কুমার বিশ্বাস ভারপ্রাপ্ত পুলিশ সুপার পাবনা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির পাবনা প্রেসক্লাবের সভাপতি জনাব শিবজিৎ নাগ । সুজানগর, ঈশ্বরদী, ভাঙ্গুড়া ও বেড়া উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।