প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার সম্ভাব্য সাংবাদিকদের জন্য দুই দিনের রিপোর্টিং প্রশিক্ষণ আজ (২৮.০৯.২০১৯) দিনাজপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে শেষ হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ আবু সায়েম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি জনাব স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম নবী দুলাল। প্রশিক্ষণে দিনাজপুর জেলার মোট ৩০ জন সম্ভাব্য সাংবাদিক অংশ নেন। পিআইবি প্রশিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।