পিআইবি-এটুআই অনলাইন সার্টিফিকেট কোর্সে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতায় তিনদিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ (আবাসিক) (১৮-২০শে নভেম্বর ২০১৮) শেষ হয়েছে। সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ। পিআইবি মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব সোহেল হায়দার চৌধুরী ও একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) পলিসি স্পেশালিস্ট জনাব আফজাল হোসেন সারওয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব আনোয়ারা বেগম। অনুষ্ঠানে রাজশাহী, রংপুর, সিলেটসহ বিভিন্ন বিভাগের মোট ২৮ জন্য শিক্ষার্থী অংশগ্রহণ করেন।