প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)কে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে পিআইবি’তে যোগদান করে পিআইবি’র সেমিনার কক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফুলেল শুভ্চ্ছো ও মতবিনিময় করেন তিনি। এসময় সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন নতুন মহাপরিচালক।
মহাপরিচালক ফারুক ওয়াসিফ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের মেধাকে শাণিত করে কাজে উদ্যমী হওয়ার কথা বলেন।
ফারুক ওয়াসিফ বলেন, আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। কারণ যুদ্ধবিধ্বস্ত দেশকে পূর্ণগঠন করা যায়। সেখানে অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ দেওয়া যায়। কিন্তু দেশকে সংস্কার করতে হলে একটু কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়। কারণ যারা দেশকে কুষ্ঠরোগী বানিয়ে রেখেছে সেটা সারানো একটু দুরুহ। কারণ সেটা রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। সেজন্য আমাদেরকে সর্তকর্তার সঙ্গে কাজ করতে হবে।
পিআইবি’র মহাপরিচালক আরো বলেন,এখন আমাদের দেশ গঠনের দিকে এগিয়ে যেতে হবে। মেধার মূল্যায়ন করতে হবে। নতুবা আমরা পিছিয়ে পড়বো। এজন্য আমাদের প্রয়োজন যুগোপযোগী গ্রন্থাগার ও আর্কাইভ। যেখান থেকে জ্ঞানের আলো বিচ্ছুরিত হবে। জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে পিআইবি যেন সারা দেশে প্রস্ফুটিত হয় সেজন্য গ্রন্থাগার ও আর্কাইভকে আধুনিক করার বিকল্প নেই।
ফারুক ওয়াসিফ বলেন, পিআইবি সারাদেশের গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণের আওতায় এনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রাখে। সেজন্য পিআইবিকে তার গুণগত মান বৃদ্ধি ও আধুনিকতার উপর জোর দিতে হবে।
মতবিনিময় সভায় পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. কামরুল হক, সহযোগী সম্পাদক (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান, সিনিয়র প্রশিক্ষক (চলতি দায়িত্ব) পারভীন সুলতান রাব্বী, মোহমেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞা ও পিআইবি’র কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এবং হিসাব রক্ষক (চলতি দায়িত্ব) মিজানুর রহমান সরকার বক্তৃতা করেন।
অনুষ্ঠানে পিআইবি’র সিনিয়র রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) শেখ মজলিশ ফুয়াদ, সহকারী সম্পাদক শাহেলা আক্তার, সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, জ্যেষ্ঠ গবেষক কামরুন নাহার, প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, পিএ টু ডিজি (অতিরিক্ত দায়িত্ব) তোফায়েল আহাম্মদসহ পিআইবির সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গত বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। পিআইবি’তে যোগদানের পূর্বে ফারুক ওয়াসিফ দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক ছিলেন। এর পূর্বে দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন।