বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র প্রকাশনা ও ফিচার বিভাগের উদ্যোগে ‘অংশীজনের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক এক আলোচনা সভা পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারী প্রফেসর ড.সাখাওয়াত আলী খান। পিআইবি মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম বিমেষজ্ঞ ড. সুধাংশু শেখর রায়, চলচ্চিত্র সমালোচক অনুপম হায়াৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক খান, শিশু একাডেমির পরিচালক জনাব আনজির লিটন, বিশিস্ট সাংবাদিক মাহফুজ সিদ্দিকীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভায় পিআইবি’র প্রকাশনা ও ফিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী সম্পাদক জনাব রফিকুল ইসলাম আকন্দ,সহকারী সম্পাদক মিজানুর রহমান ও ড. জ্যোৎন্সা রানী বিশ্বাসসহ অন্যান্যরা। মতবিনিময় সভায় পিআইবি বিভিন্ন প্রকাশনার মান উন্নয়নসহ নানান বিষয়ে পরামর্শ দেন আলোচকরা।