Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০১৭

শাবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি


প্রকাশন তারিখ : 2017-11-27

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ দিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সমন্বয়ে কর্মশালাটির আয়োজন করা হয়। রোববার কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের জন্য সংবাদকর্মীরা খুবই গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে। পিআইবি র এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াবে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সাংবাদিকতা সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান সমৃদ্ধিকরণ এবং সংবাদকর্মীদের গুণগত মান বাড়াতে পিআইবির এমন উদ্যোগ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদপত্র দেশের দর্পন স্বরূপ। দেশে অপোজিশন না থাকলেও খুব বেশী একটা সমস্যা নেই, তবে সাংবাদিক না থাকলে হুলস্থুল কান্ড বেধে যেতো। পেশাগত দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকদের জন্য এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, সংবাদকর্মীদের জন্য পিআইবি এ ধরনের উদ্যোগ নিতে পেরে আনন্দিত। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সহযোগীতা করার জন্য। এসময় তিনি সাংবাদিকতা করার বিভিন্ন চ্যালেঞ্জ ও দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। সততা, বস্তুনিষ্টতা ও নিরপেক্ষতাকে সামনে রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।

গত ২৪ নভেম্বর শুক্রবার থেকে এই কর্মশালাটি শুরু হয়। সফলভাবে কর্মশালা সম্পন্ন কারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। শুক্রবার রিসোর্স পারসন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, শনিবার চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, রোববার মোহনা টিভির বার্তা রহমান মুস্তাফিজ, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর সাংবাদিকদের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া পুরো কর্মশালাটির সম্বন্বয়ক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।