Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০১৯

টেলিভিশনে কর্মরত দিনাজপুর জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপি (২৪-২৬ সেপ্টেম্বর ২০১৯) টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত


প্রকাশন তারিখ : 2019-09-26

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)আয়োজিত তিন দিনব্যাপী (২৪-২৬ সেপ্টেম্বর ২০১৯) দিনাজপুর জেলার সাংবাদিকদের জন্য টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপ্ত হয়েছে। সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জনাব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব রুহুল আমিন। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি'র পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) জনাব মোঃ ইলিয়াস ভূইয়া। প্রশিক্ষণটিতে দিনাজপুর জেলার ৩৫ জন টেলিভিশন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবি'র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি।