পিআইবিতে আজ আজ ২৮ ডিসেম্বর, ২০১৭ ‘মুক্তিযুদ্ধের চেতনা: আমাদের গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মেল বাবু, আমাদের অর্থনীতির সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান, সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক জনাব খন্দকার মুনিরুজ্জামান প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক জনাব শাহ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক জনাব গোলাম সারওয়ার।