স ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য তিনদিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ আজ (৩০ আগস্ট ২০১৯) চাঁদপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে শেষ হয়েছে। পিআইবি মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব মো. মাজেদুর রহমান। সমাপন অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জনাব লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও পিআইবি সিনিয়র প্রশিক্ষক জনাব মনিরুল ইসলাম কবির। প্রশিক্ষণের শেষ দিনে সেশন পরিচালনা করেছেন মাছরাঙা টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি জনাব বদরুদ্দোজা বাবু। প্রশিক্ষণে চাঁদপুর জেলার প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশ নিয়েছেন।