চট্টগ্রাম প্রেসক্লাবে ''রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা শীর্ষক'' আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন, ইউল্যাবের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুমন রহমান, বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লির প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী, বিশেষ বক্তা ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। আলোচনা সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন, পিআইবি'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সভাটি সঞ্চালনা করেন পিআইবি'র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বী।