পিআইবিতে সাংবাদিকদের তিন দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ (আবাসিক) সমাপ্ত
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত গোপালগঞ্জের কোটালীপাড়ার সাংবাদিকদের তিন দিনব্যাপি (৬-৮ ফেব্রুয়ারি ২০১৭) বুনিয়াদি প্রশিক্ষণ (আবাসিক) আজ শেষ হয়েছে। পিআইবি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ। পিআইবি’র মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব সোহেল হায়দার চৌধুরী।প্রশিক্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সমন্বয় করেন পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।