মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ নিয়ে ১টি বই এবং সবকটি উদ্যোগ এবং চলমান ও বাস্তবায়নের পথে ১০টি মেগা প্রকল্পের সারসংক্ষেপ সংবলিত একটি পুস্তিকা প্র্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি কর্তৃক প্রকাশিত হয়েছে। আজ (৬ নভেম্বর ২০১৮) মন্ত্রিসভা-বৈঠকের শুরুতে মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যসচিব জনাব আবদুল মালেক, পিআইবি’র মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীর উক্ত ১০টি বই এবং ১ টি পুস্তিকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন।