পিআইবি মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ বলেছেন, সাংবাদিকরা সমাজের বিবেক সে কারণে রাষ্ট্রের ৪র্থস্তম্ভ বলা হয় সংবাদপত্রকে। এখন সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও তথ্য সংগ্রহের পরিধি অনেক বড়। কারণ বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। তিনি আরো বলেন, সরকার সাংবাদিকতার শিক্ষা ও চর্চার উন্নয়নে নানা প্রকল্পের মাধ্যমে কাজ করছে। ভবিষ্যৎ সাংবাদিক হিসেবে তোমাদের গড়ে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ। সাংবাদিকতা এগোলেই দেশ এগোবে। আমার বিশ্বাস তোমরা দু’দিনের প্রশিক্ষণের মাধ্যমে গণমাধ্যম সম্পর্কে যে ধারণা পেলে তা আগামী দিনের চলার পথে সহায়ক হবে। পিআইবি তোমাদের পাশে রয়েছে।
গত (১০-১১ ডিসেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির সেমিনার কক্ষে শিশু সম্ভাব্য সাংবাদিকদের দুই দিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উল্লেখ্য, ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সন্তানরা এই প্রশিক্ষণে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি কুদ্দুস আফ্রাদ। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির পরিচালক প্রশাসন মোহম্মাদ আফরাজুর রহমান।