রংপুর জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপি (২৮-৩০ সেপ্টেম্বর ২০২৪) সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো: আজমল হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, উপ পরিচালক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক। প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এই প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।