ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাংবাদিকদের জন্য পিআইবির সেমিনার কক্ষে (২০-২১ নভেম্বর ২০২২) দুইব্যাপী সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল প্রধান অতিথি হিসেবে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ সভাপ্রধান হিসেবে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। কর্মশালায় পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সমন্বয়ে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।