প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য myGov Implementation service analysis শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ( পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সঞ্চালনায় আলোচক হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (প্রশাসন) চ.দা. মো.জাকির হোসেন, এটুআইয়ের কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শামীম হায়দারসহ এটুআইয়ের কর্মকর্তারা আলোচনা করেন। কর্মশালায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক(চ.দা.) শেখ মজলিশ ফুয়াদ এবং গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক ( অ.দা.) ড.কামরুল হক অংশগ্রহণ করেন।