Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০১৯

জাতীয় সংসদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বিল, ২০১৮ পাস


প্রকাশন তারিখ : 2018-07-11

সাংবাদিকতা পেশার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়াবলী যুগোপযোগী করতে একটি ইনস্টিটিউট স্থাপনের বিধান করে আজ সংসদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বিল, ২০১৮ পাস করা হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিলটি পাসের প্রস্তাব করেন। বিলের বিধান কার্যকর হবার পর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। এ ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন এবং প্রয়োজনে দেশের যে কোন স্থানে শাখা স্থাপনেরও বিধান করা হয়। বিলে ইনস্টিটিউটের পরিচালনা ও প্রশাসন, এর দায়িত্ব ও কার্যাবলীসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়। বিলে একজন চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যের ইনস্টিটিউট পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়। বিলে বোর্ডের সভা, চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব, মহাপরিচালকের দায়িত্ব ও ক্ষমতা, কমিটি গঠন, কর্মচারি নিয়োগ, একাডেমিক কার্যক্রম, একাডেমিক কমিটি, ইনস্টিটিউটের তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়। বিলে বাংলাদেশ গেজেটে প্রকাশিত রেজ্যুলেশন নং আইএনএফ/৪ই-২৯/৭৬ রহিত করা হয়েছে।
জাতীয় পার্টির সেলিম উদ্দিন, আব্দুল মুনিম চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী, রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও বেগম রওশন আরা মান্নান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ২টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

সূত্রঃ বাসসবাংলাদেশ প্রতিদিন,