প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি) প্রকাশিত পপি দেবী থাপার সংবাদপত্রে বঙ্গবন্ধু জুলিও কুরি ও এশীয় শান্তি সম্মেলন বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি) এর মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কবি জাফর ওয়াজেদ। এছাড়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগী সম্পাদক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন।