Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০১৯

নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপি (১৮-২০ মে ২০১৯) সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু


প্রকাশন তারিখ : 2019-05-18

নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ  নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শুরু (১৮ মে ২০১৯) হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব হারুন অর রশিদ বিপিএম বার, পিপিএম বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) (অ.দা.) জনাব জাকির হোসেন। এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জনাব বদরুদ্দোজা বাবু। এ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার মোট ৪১জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। 
কর্মশালাটি সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির অধ্যায়ন ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।