শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের জন্য ২ দিনের শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ আজ (১৪ জানুয়ারি ২০২০) কুড়িগ্রামের Tere Des Hommes Foundation সম্মেলন কক্ষে শুরু হয়েছে। পিআইবি পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) জনাব ইলিয়াস ভূইয়া সভাপ্রধান হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি জনাব আহসান হাবীব নিলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে ও পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রশিক্ষণে কুড়িগ্রাম জেলার ৩০ জন সংবাদকর্মী অংশ নিচ্ছেন।