প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা সাংবাদিকদের জন্য দুটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ৬-৮ অক্টোবর, ২০২০ উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ৮ অক্টোবর ২০২০ উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র সম্মানিত মহাপরিচালক জাফর ওয়াজেদ স্যার। চারটি উপজেলার ৩০ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রধান অতিথি ও সম্মানিত মহাপরিচালক জাফর ওয়াজেদ স্যার অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক,২৬ আনসার ব্যাটেলিয়ান চুয়াডাঙ্গা মোহাম্মদ আমিন উদ্দিন।
৯-১১ অক্টোবর, ২০২০ চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানের সভা প্রধান ছিলেন পিআইবি'র সম্মানিত মহাপরিচালক জাফর ওয়াজেদ স্যার। প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলার ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।