১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পরিবার আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে। শনিবার ২৫শে মার্চ সন্ধ্যা ৭টায় পিআইবি কার্যালয়ে পিআইবি মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীর, পিআইবি’র বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজনটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক ড. জ্যোৎস্না রানী বিশ্বাস।