পিরোজপুর জেলায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল রবিবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ- পরিচালক কাজী তোফায়েল হোসেন। পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রশিক্ষণার্থী ফিরোজ আহম্মেদ, জুবায়ের জনি। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র উদ্যোগে এবং পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে পিরোজপুর কর্মরত বিভিন্ন টেলিভিশনসহ ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করে।