ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের আজ সমাপনী দিন। এই বিভাগের 35 জন সাংবাদিকদের মধ্যে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন ময়মনসিংহ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য মনিরা সুলতানা। অনুষ্ঠানে সভার প্রধান ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ ও ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাবুল হোসেন।