Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২১

পিআইবি ই-লার্নিং প্ল্যাটফরম উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


প্রকাশন তারিখ : 2021-11-02

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশ এখন পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। ই-লার্নিং-এর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ অনেক বেড়েছে। আগামী দিনে ই-লার্নিং প্ল্যাটফরমের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ড. হাছান মাহমুদ আজ বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে পিআইবি ই-লার্নিং প্ল্যাটফরমের উদ্বোধন এবং বিগত কোর্সের সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, গত এক দশকে দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি গণমাধ্যমেরও ব্যাপক প্রসার ঘটেছে। দেশে বহু বেসরকারী বহু রেডিও-টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার প্রসার ঘটেছে। তিনি বলেন, ২০১৫ সালে সব সূচকে আমরা পাকিস্তানকে পিছনে ফেলেছি। ভারতকেও কিছু কিছু সূচকে আমরা পিছনে ফেলেছি। মাথাপিছু আয়ে আমরা ভারত থেকে এগিয়ে। এসব উন্নয়ন অগ্রগতির খবর জনগণের কাছে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। এক্ষেত্রে উন্নয়ন সাংবাদিকতা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, তথ্য প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধাগুলোকে লাগাতে চাই দক্ষ মানবসম্পদ উন্নয়নে। তিনি জানান, পিআইবি ই-লার্নিং প্ল্যাটফরমে বর্তমানে চারটি কোর্স চলছে। আগামীতে আরো কোর্স যুক্ত হবে। অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি পিআইবি ই-লার্নিং প্ল্যাটফরমের উদ্বোধন করেন।