শোকবার্তা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সহকারী অধ্যাপক কামরুন নাহারের মৃত্যুতে শোক
প্রকাশন তারিখ
: 2021-08-09
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সহকারী অধ্যাপক কামরুন নাহার (৪০) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি . . . রাজিউন)। আজ সোমবার (০৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে গ্রামের বাড়ি নরসিংদীতে জানাজা শেষে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
কামরুন নাহার ২০১৭ সালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষে ক্রীড়া সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতায় মনোনিবেশ করেন। তিনি পিআইবি’র গণমাধ্যম সাময়িকী নিরীক্ষাসহ বিভিন্ন পত্র-পত্রিকা ও জার্নালে লেখালেখি করতেন।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। শোক বার্তায় তিনি প্রয়াত এ কর্মকর্তার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে পিআইবি’র সকল কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ গভীর শোক প্রকাশ করেছেন।