গণমাধ্যম সাময়িকী নিরীক্ষায় প্রধানত সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষক, গণমাধ্যম গবেষকগণ লিখে থাকেন। প্রতি সংখ্যার জন্য বিষয়ভিত্তিক লেখা নির্বাচন করে লেখকেদর জানানো হয়। লেখা সংগ্রহের পর তা সম্পাদনা করা হয়। পিআইবি’র বিক্রয় কেন্দ্র থেকে নিরীক্ষার বর্তমান ও পুরাতন সংখ্যা সরাসরি বিক্রয় করা হয়। গ্রাহকদের নিকট ডাকযোগে প্রেরণ করা হয়। এছাড়া নিরীক্ষা বিক্রয়ের জন্য কিছু এজেন্টও রয়েছে। তাছাড়া বর্তমানে অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান রকমারীর মাধ্যমে ক্রেতাগণ নিরীক্ষাসহ পিআইবি’র সকল প্রকাশনা ক্রয় করতে পারেন।
নিরীক্ষার গ্রাহক ফরম ওয়েব সাইটে দেওয়া আছে। তা পূরন করে নির্ধারিত ফি প্রদানপূর্বক এর গ্রাহক হওয়া যায়।
বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমসমূহের মানোন্নয়নে সাংবাদিকতা সংশ্লিষ্ট গণমাধ্যম সাময়িকী নিরীক্ষা এখন তিন মাসে প্রকাশিত হচ্ছে। জুন ২০২৪ পর্যন্ত ২৫০তম সংখ্যা প্রকাশিত হয়েছে।
নিরীক্ষা ২০৬ তম সংখ্যা |
নিরীক্ষা ২০৭ তম সংখ্যা |
নিরীক্ষা ২০৮ তম সংখ্যা |
নিরীক্ষা ২০৯ তম সংখ্যা |
নিরীক্ষা ২১০ তম সংখ্যা |
নিরীক্ষা ২১১ তম সংখ্যা |
নিরীক্ষা ২১২ তম সংখ্যা |
নিরীক্ষা স্বাধীনতা দিবস সংখ্যা |
নিরীক্ষা ২১৩ তম সংখ্যা |
নিরীক্ষা ২১৪ তম সংখ্যা |
নিরীক্ষা ২১৫ তম সংখ্যা |
নিরীক্ষা ২১৬ তম সংখ্যা |
নিরীক্ষা ২১৭ তম সংখ্যা |
নিরীক্ষা ২১৮ তম সংখ্যা |
নিরীক্ষা ২১৯ তম সংখ্যা |