১৯৯৯ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিজে) প্রোগ্রাম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্যোগ বাস্তবায়নে গঠন করা হয় পাঁচ সদস্যের শিক্ষা বাস্তবায়ন কমিটি ও পাঁচ সদস্যের নীতি নির্ধারণ কমিটি। ২০০০ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিজে) প্রোগ্রামের অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০০০-২০০১ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী সফলভাবে এই প্রোগ্রাম সম্পন্ন করেছেন। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ পেশাগত ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছেন। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা এবং অধিকাংশ গণমাধ্যমে ডিপ্লোমা শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রেখেছেন।
পিজিডিজে প্রোগ্রাম সম্পর্কিত গুরু্ত্বপূর্ণ তথ্য
মেয়াদ |
: |
০১ (এক) বছর |
মোট ক্রেডিট |
: |
৩০ (ত্রিশ) |
শিক্ষাবর্ষ |
: |
জুলাই থেকে জুন |
ক্লাসের সময় |
: |
শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা (করোনাকালে প্রয়োজনে অনলাইন ক্লাস) |
ভর্তি আবেদন ফি |
: |
৫০০/- (পাঁচশত টাকা) |
কোর্স ফি |
: |
১৬,০০০/- (ষোলো হাজার টাকা) এককলীন |
আসন সংখ্যা |
: |
৫০ (পঞ্চাশ) |
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় |
: |
সাধারণত এপ্রিল অথবা মে মাসে |