Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহ জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপি (২১-২৩ ডিসেম্বর ২০২৪) বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত


প্রকাশন তারিখ : 2024-12-23

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ‘বেসিক জার্নালিজম বিষয়ক’ প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন কুষ্টিয়া সরকারি আমলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু।  পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান, গণমাধ্যম ব্যক্তিত্ব নাজিয়া আফরিন , দৈনিক নব চিত্র পত্রিকার সম্পাদক রকেট আলাউদ্দিন আজাদ ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  ঝিনাইদহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়। কর্মশালার উদ্বোধন ও প্রথম দিন (২১ ডিসেম্বর) প্রশিক্ষণ দিয়েছেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী। ২য় দিন প্রশিক্ষণ দিয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও সমাপণী দিনে প্রশিক্ষণ দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব নাজিয়া আফরিন।